Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

ইসলামের প্রচার-প্রসারের লক্ষে  বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২শে মার্চ এক অধ্যাদেশবলে ‘‘ইসলামিক ফাউন্ডেশন’’ প্রতিষ্ঠা করেন। ২৮শে মার্চ ১৯৭৫ সালে ‘‘ইসলামিক ফাউন্ডেশন’’ এ্যাক্ট প্রণীত হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সুপ্রাচীন কাল থেকে এ দেশে ইসলামী আদর্শ ও মূল্যবোধের লালন ও চর্চা হয়ে আসছে।

 

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় (প্রতিটি জেলায়) গ্রন্থ রচনা, গবেষণা ও অনুবাদ কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ কার্যক্রম, গন্থাগার উন্নয়ন, ইসলামী বিশ্বকোষ সংকলন, মসজিদ পাঠাগার স্থাপন, মসজিদ কেন্দ্রিক সম্জ কল্যাণমূলক কার্যক্রম, ইসলামী মিশন প্রতিষ্ঠা (সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৮৩ সালে ইসলামী মিশন প্রতিষ্ঠিত হয়। দুঃস্থ দরিদ্র পীড়িত জনগনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, সুদমুক্ত ঋণ দান, বৃত্তিমূলক প্রশিক্ষণ, এবতেদায়ী মাদ্রাসা মক্তব পদ্ধতিতে নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়), দ্বীনি দাওযাত ও সংস্কৃতি কার্যক্রম (ইসলামের শিক্ষা, আদর্শ ও মূল্যবোধের প্রচার ও প্রসার, ধর্মীয় ও জাতীয় গুরম্নত্বপূর্ণ দিবসসমূহ উদযাপন- আলোচনা সভা, সেমিনার-সিম্পোজিয়াম, তাফসীর, দরসে হাদীস ইত্যাদি), ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরী (প্রায় ২ লক্ষ পুস্তক রয়েছে - ধর্ম, দর্শন, সাহিত্য, আইন, বিজ্ঞান ইত্যাদি বিষয়ক), ইসলামিক ফাউন্ডেশন ছাপাখানা (ইফা কর্তৃক প্রকাশিত সকল বই-পুস্তক নিজস্ব অত্যাধুনিক ছাপাখানায় ছাপা হয), যাকাত বোর্ড, ১৯৮২ সালে যাকাত বোর্ড  গঠিত হয। সরকার কর্তৃক গঠিত যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ দিয়ে সমাজের অসহায় ও দুঃস্থদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিশু ও বয়স্কদের শিক্ষাদান করা হয)।

মানব সম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ প্রকল্প, গবেষণা কার্যক্রম - (ইসলামের মৌলিক গুরম্নত্বপূর্ণ বিষয় এবং কুরআন ও হাদীস সম্পর্কে গবেষণাকর্ম পরিচালনা ও প্রকাশনা গবেষণালব্ধ  বিষয়াবলী পুস্তকাকারে প্রকাশ এবং গবেষণামূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন)।

আরবী ভাষা শিক্ষা ইনষ্টিটিউট, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট, সন্ত্রাস, জঙ্গীবাদ দমন এবং ইসলামের আলোকে সামাজিক সমস্যা সমাধান কর্মসূচী; ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ডিজিটালে রুপান্তর এবং ডিজিটাল আর্কাইভ স্থাপন, বায়তুল মুকাররম মসজিদ শোভা বর্ধন ও উন্নয়ন প্রকল্প। ইসলামিক ফাউন্ডেশন ফতুয়া বিভাগ, জাতীয় চাঁদ দেখা কমিটি ইত্যাদি।